বাংলাতে পথচলা
ফারজানা শারমিন
বাংলা ভাষা মায়ের ভাষা
কখনও যাবেনা ভোলা ।
বিদেশি ভাষা যতই শিখি
বাংলাতেই পথচলা।
রফিক , বরকত , জব্বারেরা ১৯৫২ সালে;
মায়ের ভাষার সম্মান রেখেছিল বুকের রক্ত ঢেলে।
বাংলা ভাষার মান রাখতে ভাষা শহীদ হয়েছিলেন যারা,
শ্রদ্ধায় করি স্মরণ তাদের, চির অমর হয়েই থাকবেন তারা।
Leave a Reply