কুষ্টিয়া সদর উপজেলা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলা শাখা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ ২০২৪) বিকালে কুষ্টিয়া সদরের একটি অভিজাত রেস্তোরাঁয় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার প্রধান অতিথি বাসকপ-এর কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন’কে কুষ্টিয়া সদর উপজেলা শাখা বাসকপ -এর সভাপতি সেলিম মাহমুদ এর নেতৃত্বে বিভিন্ন নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন। মতবিনিময় কালে নেতৃবৃন্দ বাসকপ’কে কল্যাণমূখী এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকান্ডের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বাসকপ-এর অতিরিক্ত মহাসচিব আল-আমিন শাওন বলেন, বাসকপ- এর মাধ্যমে আমাদের মাঝে যে বন্ধন সৃষ্টি হলো, এই বন্ধন আজীবন থাকবে, ইনশাআল্লাহ। সুখে-দুখে সবাই মিলে মিশে থাকবো। সংগঠনকে সারা দেশে এগিয়ে নিয়ে যাবো। সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য এবং কল্যাণে কাজ করবো। এটাই হবে আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়াও এসময় অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, বাসকপ-এর চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম, উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু, মহাসচিব মো. সালেহ আহম্মদ ও অতিরিক্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন এর নেতৃত্বে বাসকপ এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
Leave a Reply