শরীয়তপুর সদর উপজেলা বাসী সহ সকলকে ভিপি নাজমুল হক বাদল এর পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা বাসী সহ দেশ-বিদেশের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,
শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত বিএনপি নেতা, বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী, যুবসমাজের হৃদয়ের স্পন্দন, জনপ্রিয় সাবেক ছাত্রনেতা ভিপি নাজমুল হক বাদল।
এসময় তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর।
আর ঈদের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি।
Leave a Reply