বাসকপ নিউজ : ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে টানা তৃতীয়বারের মত সংসদ সদস্য হিসাবে বেসরকারিভাবে বিজয়ী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই নির্বাচনে জনগণ সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করে জনগণের রাজনীতি গ্রহণ করেছে।
সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর মুক্তমঞ্চে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংসদে এখন বিরোধী দল কারা হবেন, তার জন্য অপেক্ষা করতে হবে। বিজয়ী স্বতন্ত্ররা জোট বাঁধবেন কি বাঁধবেন না, নাকি আলাদা আলাদা থাকবেন এই সিদ্ধান্ত পরিস্কার না হওয়া পর্যন্ত বিরোধীদল কারা হবেন তার জন্য অপেক্ষা করতে হবে।
Leave a Reply