বাংলাতে পথচলা
ফারজানা শারমিন
বাংলা ভাষা মায়ের ভাষা
কখনও যাবেনা ভোলা ।
বিদেশি ভাষা যতই শিখি
বাংলাতেই পথচলা।
রফিক , বরকত , জব্বারেরা ১৯৫২ সালে;
মায়ের ভাষার সম্মান রেখেছিল বুকের রক্ত ঢেলে।
বাংলা ভাষার মান রাখতে ভাষা শহীদ হয়েছিলেন যারা,
শ্রদ্ধায় করি স্মরণ তাদের, চির অমর হয়েই থাকবেন তারা।
উপদেষ্টা সম্পাদক: এটিএম মমতাজুল করিম, প্রধান সম্পাদক: এ্যাড. শাহিদা রহমান রিংকু, সম্পাদক: ছালেহ আহম্মদ, নির্বাহী সম্পাদক: মোঃ আল-আমিন শাওন।
অফিস: দারুস সালাম আর্কেট (৯ম তলা), ১৪ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
© All rights reserved © 2023 BaskopNews.Com