আমি কখনও: আল-আমিন শাওন ------------------------ আমি কখনও নরম মনের মানুষ,
আমাকে পেতে বা হারাতে লাগেনা হুশ।
আমি কখনও লোহার চেয়েও শ'ক্ত,
যত আ'ঘা'ত করো পারবে না করতে র'ক্তা'ক্ত।
কখনও আমি জলহী'ন এক নদী,
তোমাদের প্রয়োজনে বয়ে চলি নিরবধি। কখনও আমি তোমাদের একটি অংশ,
তাই তোমাদের হাতে নেই আমার ধ্বং'স।
তোমরা আমায় দিয়েছো অনেক কস্ট,
আর নেই তোমাদের ক্ষমতা আমায় করার ন'ষ্ট।
তোমাদের আমি আলোয় আলোকিত করেছি, তাই আমি সত্যি কথা বলতে পরেছি।
প্রতিদিন আমার জীবনে টিকে থাকার যু'দ্ধ, তাই কে করবে আমায় রুদ্ধ? আমি মাথা উঁচু করে বেঁ'চে থাকি,
এখনও জীবনে অনেক কিছু আছে বাকি।
তাং ৯-৩-২০২৪
উপদেষ্টা সম্পাদক: এটিএম মমতাজুল করিম, প্রধান সম্পাদক: এ্যাড. শাহিদা রহমান রিংকু, সম্পাদক: ছালেহ আহম্মদ, নির্বাহী সম্পাদক: মোঃ আল-আমিন শাওন।
অফিস: দারুস সালাম আর্কেট (৯ম তলা), ১৪ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
© All rights reserved © 2023 BaskopNews.Com