সকলকে এ্যাড. শাহিদা রহমান রিংকু’র মাহে রমজানের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী, এস. আর এন্টারপ্রাইজের কর্ণধার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)’র উপদেষ্টা, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)'র কো-চেয়ারম্যান, হাস্যউজ্জ্বল ফোরাম (হাউফো)’র কো-চেয়ারম্যান, নারী উদ্যোক্তা, সমাজ সেবিকা, মানবাধিকার নেত্রী, সাংবাদিক ও খ্যাতিমান রাজনীতিবিদ এ্যাড. শাহিদা রহমান রিংকু।
তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা চাইলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহ’র নৈকট্য লাভের আশায়।
আর রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। রোজা রাখার উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই।
আর আমি মাহে রমজানে সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সকল’কে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি, আমিন।
উপদেষ্টা সম্পাদক: এটিএম মমতাজুল করিম, প্রধান সম্পাদক: এ্যাড. শাহিদা রহমান রিংকু, সম্পাদক: ছালেহ আহম্মদ, নির্বাহী সম্পাদক: মোঃ আল-আমিন শাওন।
অফিস: দারুস সালাম আর্কেট (৯ম তলা), ১৪ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
© All rights reserved © 2023 BaskopNews.Com