ঈদুল ফিতর উপলক্ষে পরিশীলন পরিষদের ১৫তম ক্রিকেট টুর্নামেন্ট, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বরিশালের মুলাদী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন 'পরিশীলন পরিষদ’ এর উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ১৫ এপ্রিল ২০২৪ চরসাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৫তম পরিশীলন প্রিমিয়ার লীগ- পিপিএল, ১১তম গুণীজন ও মুক্তিযোদ্ধা সম্মাননা এবং ৯ম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ঢাকা কমার্স কলেজের অধ্যাপক এস এম আলী আজম লাবু। সংগঠনের সভাপতি মো. মুরাদ হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. আলী আশরাফ মাস্টার ও মো. হেমায়েত সরদার।
পরিশীলন প্রিমিয়ার লীগ ২০২৪ চ্যাম্পিয়ন হয়েছে ক্যাবল নেটওয়ার্ক এবং রানার আপ সুপার কিংস দল। পিপিএল ২০২৪-এ সর্বোচ্চ উইকেট শিকারী রাশেদ সরদার এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মিলন আহম্মেদ।
অনুষ্ঠানে ১৪ জন কৃতি শিক্ষার্থী এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মীরকে সংবর্ধনা দেয়া হয়। গুণীজন সম্মাননা দেয়া হয় সমাজসেবক হিসেবে ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মজিবুর রহমান তালুকদার কে। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মনিরুজ্জামান লিটন সরদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মনিরুল আজম সাবু মাস্টার, আলম মিয়া স্বপন মাস্টার, মো. আসাদুজ্জামান, মোরশেদ আলম তালুকদার, রিপন সরদার, মোসলেম হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম।
উপদেষ্টা সম্পাদক: এটিএম মমতাজুল করিম, প্রধান সম্পাদক: এ্যাড. শাহিদা রহমান রিংকু, সম্পাদক: ছালেহ আহম্মদ, নির্বাহী সম্পাদক: মোঃ আল-আমিন শাওন।
অফিস: দারুস সালাম আর্কেট (৯ম তলা), ১৪ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
© All rights reserved © 2023 BaskopNews.Com