প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টস লিঃ ও প্রাইম এসেস্ট গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত
প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টস লিঃ ও প্রাইম এসেস্ট গ্রুপের মধ্যে ২৪ এপ্রিল ২০২৪ একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টস লিঃ সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল হক হামিম এবং কর্পোরেট ম্যানেজার মো: ইমাম আল রাজি প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টস লিঃ এর পক্ষে উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় প্রাইম এসেস্ট গ্রুপের সকল নির্বাহী/কর্মকর্তা এবং শেয়ার হোল্ডার পিক সিজন ২০%, অপ পিক সিজন ৪০% এবং বিভিন্ন খাবারের উপর ১০% ডিসকাউন্টসহ আকর্ষনীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম এসেস্ট গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএমডি সাদমান চৌধুরী এবং ম্যানেজার মিজানুর রহমান ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট।-প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply