ফিলিস্তিনিদের উপর ইসরাইলের জঘন্যতম হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের জঘন্যতম হত্যাকান্ডের প্রতিবাদে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি (বাংলাদেশ চ্যাপ্টার) এর মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে ২০২৪) বেলা ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি (বাংলাদেশ চ্যাপ্টার) এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি (বাংলাদেশ চ্যাপ্টার) এর ভাইস-প্রেসিডেন্ট মো. আব্দুল আহাদ, এম. আজমল হোসেন, কবি আব্দুল গনি ভূইয়া, সেক্রেটারী জেনারেল সালেহ আহম্মদ, অর্গানাইজিং সেক্রেটারী আল-আমিন শাওন, বাসকপ এর ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম, দপ্তর সম্পাদক শামীম হোসেন প্রমূখ।
এসময় সংগঠন এর কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসরাইল সারা বিশ্বের অনুরোধ উপেক্ষা করে মানবাধিকারের গলা টিপে ধরছে। ইসরাইল অত্যাচারে করে হাজার হাজার মানুষকে হত্যা করছে। এজঘন্যতম হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই। আমরা বিশ্বের কাছে এ হত্যাকান্ডের বিচার চাই। কিন্তু ইসরাইলীদের হত্যাকান্ড চাইনা।
উপদেষ্টা সম্পাদক: এটিএম মমতাজুল করিম, প্রধান সম্পাদক: এ্যাড. শাহিদা রহমান রিংকু, সম্পাদক: ছালেহ আহম্মদ, নির্বাহী সম্পাদক: মোঃ আল-আমিন শাওন।
অফিস: দারুস সালাম আর্কেট (৯ম তলা), ১৪ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
© All rights reserved © 2023 BaskopNews.Com