বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি ২০২৪) বিকালে ঢাকায বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর চেয়ারম্যান এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে ও অতিরিক্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (ইন্ডিয়া) এর জেনারেল সেক্রেটারী এ্যাড. ড. আদম শাফি খান। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সংগঠক বীর মুক্তিযোদ্ধা নজরুল বাঙ্গালী, আন্তর্জাতিক লালনগীতি ও লোকসংগীত শিল্পী পরেশ সরকার (ইন্ডিয়া)। এসময় উপস্থিত ছিলেন, বাসকপ এর ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ, মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম মহাসচিব মোঃ ছানাউল্লাহ, ঝর্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন হৃদয়, দপ্তর সম্পাদক শামীম হোসেন, সদস্য রুবিনা শেখ, মতিউর রহমান, হানিফ মাল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ৩২ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ” বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর কার্যক্রম এগিয়ে চলছে। সারাদেশে নতুন কমিটি হচ্ছে। আর সকলের আন্তরিকতা ও সহযোগিতায় আরো এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
Leave a Reply