তোমার নিষ্ঠুরতা: আল-আমিন শাওন
পৃথিবীর সব রং ছাপিয়ে যেতে পারে, তোমার সুকৌশলের নিষ্ঠুরতার মন্ত্রে।
তাই তুমিও ঝড়ে গেলে, আমার মনেরই অজান্তে।
তোমার মিথ্যে বিলাসে বাকরুদ্ধ হয়েছি,
মনের দামে চিনেছো কি মন?
ভাবতেই কষ্ট বাড়ে যন্ত্রণার আগুনে,
নীরব একাকী হয়েছি যখন।
তোমাকে বুঝতে দিক বিদিক হয়েছি আমি,
নিজেকে দোষী করে দোষী না তোমায়।
তুমিও কাঁদবে কোনো এক সময়,
সে দিন হয়তো খুঁজে পাবে না আমায়। তাং ৬-৩-২০২৪
Leave a Reply