সময়ের ব্যবধানে: আল-আমিন শাওন
সময়ের ব্যবধানে হারিয়ে গিয়েছে কতো ভালোবাসা, কালের গহবরে মিশে গেছে কতো বছরের আশা।
রয়ে গেছে তার কতো স্মৃতিময় কথা, হৃদয়ে চলছে বিরামহীন কতো ব্যথা। সাগরের মতো সময়ে সময়ে উঠে কতো ঝড়,
কতো সময়ে হৃদয়ে করে ভাষাহীন মরমর। চারিদিক থেকে কতো কথা আসে মোর কানে, সেই কথাগুলো শুধু পড়ে বারবার মনে।
জমিন থেকে আকাশ যত দুরে, একই দুরত্ব সমান মোর মন পুড়ে।
কখনও যদি মোর কীর্তি পরে মনে,
তবুও আর আসিওনা মোর সনে।
তাং ৮-৩-২০২৪
Leave a Reply