মন কাঁদে: আল-আমিন শাওন মনটা তাদের জন্যই কাঁদে,
শুধুই অস্থির লাগে।
যাদের জন্য কাঁদে তারা বোঝে না শুধু মনই জানে,
আমার মুখের হাসিও সেটা মানে।
আমার মধ্যে বাস করে অন্যজনের জন্য জ্বলে পুড়ে মরে,
এজন্যইতো তাদের থেকে গেছি সরে। মনের মত বিশ্বাসঘাতক ও বেইমান,
শরীরের আর কোন অঙ্গই নাই। তাং ১৮-৩-২০২৪
Leave a Reply