কি পাইনি: আল-আমিন শাওন———————————- কি পাইনি তার হিসাব করতে
মোর মন নহে রাজি,
আমার হৃদয় সব সময় উঠে হাসিতে বাজি।
ভালোবেসে ছিলাম মন দিয়ে,
সেই স্মৃতি মনে বারবার আসে ফিরে।
কত কথা হয়েছে তার সনে,
সেই কথা আজও পরে শুধু মনে।
নয়নের জল আছে হৃদয়ের স্তরে,
বেদনা সফল করতে চাইনা বিস্তারে।
মাঝে মাঝে হৃদয় করে হাহাকার,
হৃদয়ের ব্যাথা ফিরে আসে বারবার।
মনে কস্ট লেগেছিল বারে-বার,
এখনও মন পুরে হয় জারো জর। তাং ২১-৩-২০২৪
Leave a Reply