বাংলাদেশ দলিত্যস হিউম্যান রাইটসের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত
ঢাকা জেলা প্রতিনিধি: শ্রী সুকদেব লাল (শুভ): ১৪ এপ্রিল ২০২৪ ঢাকা ৩ দয়াগঞ্জে, রাজধানী আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে ডাঃ বি আর আম্বেদকারের শুভ জন্ম জয়ন্তী ও পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বাংলাদেশ দলিত্যস ইউম্যান রাইটসের কমিটি পরিচিত সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতি বি. দয়ানন্দ ও সাধারণ সম্পাদক শ্রী শুকদেব লাল (শুভ) বাংলাদেশ দলিত্যস
ইউম্যান রাইটস এর পক্ষ থেকে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি সর্বদা পাশে থাকার আস্থা দেন এবং বৈষম্য নির্বিশেষে এক হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি, তাতপুরী জেমস বিশ্বাস, সহ-সভাপতি, সজীব কুমার, তেলুগু স্থানীয় সংগঠনের সভাপতি, এরামাসেট্টি আপ্পারাও, ওয়ারী সমাজ কল্যাণ যুব সংগের সভাপতি, বিজয় কুমার, সহ-সাধারন সম্পাদক, রবি দাস, দলিত শিশু কল্যাণ সংগঠনের সংগঠক, শিমু লাল, ও বিশেষ অতিথি হিসেবে উৎসাহ দানকারী বক্তব্য দেন, ঢাকা জেলা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক মো. মাসুম বিলাহ।
Leave a Reply