ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শাহানাজ আক্তার মায়া’র মনোনয়নপত্র বৈধ : বিজয়ের ব্যাপারে আশাবাদী
শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও নারীনেত্রী শাহানাজ আক্তার মায়া (বি.এস.এস) এর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
রবিবার (৫ মে ২০২৪ ইং) তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেন।
এসসময় তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী আমি ডামুড্যা উপজেলা পরিষদে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
আমার আশা ও বিশ্বাস উন্নয়ন-অগ্রগতির জন্য জনগণ (আমি যেই মার্কা পাই সেই মার্কায়) আমাকে ভোট প্রদান করে জয়যুক্ত করবেন।
আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী, ইনশাআল্লাহ।
আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি, আমিন।
তিনি আরও বলেন, আগামী ২৯ মে ২০২৪ ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচন। আধুনিক ডামুড্যা উপজেলা গড়তে আস্থা রাখুন, সাথে থাকুন।
সৎ, বিনয়ী ব্যাক্তিত্বেই ভোট দিন।
আমি শাহানাজ আক্তার মায়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ডামুড্যা উপজেলার সকল জনগনের দোয়া ও সমর্থন কামনা করি।
উল্লেখ্য, শাহানাজ আক্তার মায়া ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, শরীয়তপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুল মনসুর আজাদ (ভিপি শামীম) এর সহ-ধর্মিনী।
Leave a Reply