সকল’কে খান এ মামুন রুবেল এর পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ-বিদেশের সকল’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তরুন সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও যুব সমাজের অহংকার খান এ মামুন রুবেল।
এসময় তিনি বলেন, আমি সকল’কে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। সকলের গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, এই কামনা করি। আর ইসলাম ধর্মাবলম্বির জনসাধারণের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ হলো ঈদ-উল-আযহা। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছেন। ঈদ-উল-আযহা হলো ত্যাগের উৎসব। আমি পবিত্র এই দিনে সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি, আমিন।
Leave a Reply