সকল’কে এ্যাড. শাহিদা রহমান রিংকু’র পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকল’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী, এস. আর এন্টারপ্রাইজের কর্ণধার, রিজাউল করিম চৌধুরী (আর.কে চৌধুরী) কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য, এস. আর ক্রীড়া সংঘ এর সভাপতি, দৈনিক তাজা খবর এর ব্যবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)’এর উপদেষ্টা, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)’এর কো-চেয়ারম্যান, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর উপদেষ্টা, হাস্যউজ্জ্বল ফোরাম (হাউফো)’এর কো-চেয়ারম্যান, নারী উদ্যোক্তা, সমাজ সেবিকা, শিক্ষানুরাগী, মানবাধিকার সংগঠক, সাংবাদিক, খ্যাতিমান রাজনীতিবিদ ও নানান গুণে গুনান্নিত ব্যক্তিত্ব এ্যাড. শাহিদা রহমান রিংকু।
এসময় তিনি বলেন, আমি সকল’কে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। সকলের গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, এই কামনা করি। আর ইসলাম ধর্মাবলম্বির জনসাধারণের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ হলো ঈদ-উল-আযহা। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছেন। ঈদ-উল-আযহা হলো ত্যাগের উৎসব। আমি পবিত্র এই দিনে সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি, আমিন।
Leave a Reply